• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫১ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ১০:০৫
The number of corona cases worldwide is more than 251 million
ছবিঃ সংগ্রহীত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৮১৮ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৫৫৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৫১৬ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৮৬ হাজার ৮৫৫ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৬১ লাখ ৩৯ হাজার ৭৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ৯৬৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৯৮ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ হাজার ৮১৯ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ৭১২ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৩৯ হাজার ৭১২ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৬৩ হাজার ৬৫৭ জন।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ৪ হাজার ৩০৬ জন মারা গেছেন। আর এই ভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

এনএম/এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
বিশ্ববাসীর চোখ এখন যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের তিনটি নির্বাচনের বিতর্ক আজও
যুক্তরাষ্ট্রে ২৫০ বছরের ইতিহাসে যেসব নারী নির্বাচনে প্রার্থী হয়েছেন