জার্মানিতে করোনাবিরোধী মিছিল, ৩০০ জন গ্রেপ্তার
জার্মানিতে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের দেয়া নানা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ওই মিছিল থেকে ৩০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।
শনিবার (২৯ আগস্ট) করোনাকে ষড়যন্ত্র বলে স্বাস্থ্যবিধি না মেনে জার্মানির বার্লিনের রাস্তায় মিছিল করেন প্রায় ৩৮ হাজার মানুষ। এ মিছিল সরাতে গেলে পুলিশকে বাধা দেয়া হয়। বোতল ও পাথর ছোড়া হয় মিছিল থেকে। ফলে সংঘর্ষ বেধে যায়। এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার মাস্ক না পরে, শারীরিক দূরত্ব বজায় না রেখে, এমন সমাবেশের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জার্মানিতে দুই লাখ ৪২ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৯ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে দুই লাখ ১৭ হাজার ৪৮৪ জন।
আরও পড়ুন
এসএস
মন্তব্য করুন