ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জার্মানিতে করোনাবিরোধী মিছিল, ৩০০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ আগস্ট ২০২০ , ১১:১৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

জার্মানিতে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের দেয়া নানা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ওই মিছিল থেকে ৩০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) করোনাকে ষড়যন্ত্র বলে স্বাস্থ্যবিধি না মেনে জার্মানির বার্লিনের রাস্তায় মিছিল করেন প্রায় ৩৮ হাজার মানুষ। এ মিছিল সরাতে গেলে পুলিশকে বাধা দেয়া হয়। বোতল ও পাথর ছোড়া হয় মিছিল থেকে। ফলে সংঘর্ষ বেধে যায়। এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার মাস্ক না পরে, শারীরিক দূরত্ব বজায় না রেখে, এমন সমাবেশের তীব্র নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জার্মানিতে দুই লাখ ৪২ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৯ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে দুই লাখ ১৭ হাজার ৪৮৪ জন।

আরও পড়ুন 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |