• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কাশ্মিরে আশুরার শোক মিছিলে পুলিশের গুলিতে আহত ৩০

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ১৯:২৬
social media, corona,
শোক মিছিলে পুলিশের এ্যাকশান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পবিত্র আশুরার শোক মিছিলে পুলিশের গুলিতে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) শোক পদযাত্রায় টিয়ারগ্যাস ও ছররা গুলি করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদেরকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোক যাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। এর পর পরেই তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছোড়া হয়।তখন বিক্ষোভকারীরা কাশ্মিরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়ে। ইকবাল আহমাদ নামের একজন বলেন, এই শোক পদযাত্রা মূলত শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন। তবে সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে।

তবে পুলিশ বলছে, নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তারা সেই আদেশ লঙ্ঘন করায় এ পদক্ষেপ নেয়া হয়।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধু ছাঁটাই করার দিন আজ
রাহুল-আথিয়ার ঘরে আসছে নতুন অতিথি
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা, বেঁচে আছেন সেই কিশোর
অন্যায়-অনিয়ম দেখলেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিন: সারজিস