• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সৌদি বিমানবন্দর টার্গেট করে হুথিদের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৫:১১
Arab coalition destroys Houthi drone launched toward Saudi Arabia’s Abha airport
সংগৃহীত

সৌদি নেতৃত্বাধীন জোট রোববার জানিয়েছে, তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে। ওই ড্রোনটি সৌদির আবহা বিমানবন্দর লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে জানিয়েছেন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি। খবর এসপিএ, আরব নিউজের।

আল-মালিকি বলেন, ড্রোনটি ভূপাতিত করার পর এটির খণ্ডাংশ বিমানবন্দরে পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান তিনি। সৌদির রাষ্ট্রীয় একটি টেলিভিশিন চ্যানেল জানিয়েছে, বিমানবন্দটির কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

আল-মালিকি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা হুথিদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে জোটের সদস্যরা কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করে যাবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী হুথি মিলিশিয়াদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

এর আগে চলতি মাসেই আরও দুটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করে সৌদি জোট। আল-মালিকি জানান, প্রথম ড্রোনটি সৌদির দক্ষিণাঞ্চলীয় এলাকায় ছোঁড়া হয়েছিল। আর দ্বিতীয়টি নাজরানের দিকে ছোঁড়া হয়েছিল।

এদিকে একইদিন সৌদি জোট বাহিনী লোহিত সাগরের দক্ষিণে বিস্ফোরকবাহী দূরনিয়ন্ত্রিত একটি নৌকা আটক করার পর ধ্বংস করেছে বলেও জানিয়েছেন আল-মালিকি। তিনি দাবি করেন হুথিরা ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ থেকে এই নৌকাটি ছেড়েছিল।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্টোবরে বিমানবন্দর এলাকা থেকে ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার
দেশে ফিরে যা বললেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ
‘ভুলভুলাইয়া ৩’-‘সিংহাম অ্যাগেইন’ নিষিদ্ধ করল সৌদি আরব
ফের বিমানে ত্রুটি, যাত্রীদের ৯ ঘণ্টা ভোগান্তি