• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

কারবালার ঘটনাকে স্মরণ করে ইমাম হোসাইনের (রা.) প্রতি মোদির শ্রদ্ধা

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৫:৪৬
karbala, modi,
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র আশুরা ও কারবালার বিয়োগান্তর ঘটনাকে স্মরণ করে ইমাম হোসাইন (রা.) প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (৩০ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে পোস্ট করা এক টুইটার বার্তায় মোদি বলেন, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন নবী মোহাম্মদ (সা.) এর এই দৌহিত্র।

টুইটারে মোদি লিখেন, আমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করি। সত্য ও ন্যায়ের মূল্যবোধ থেকে অন্য যেকোনো কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার সব মানুষের জন্যই প্রেরণার।

পবিত্র আশুরার দিনটি বিশ্বের প্রতিটি মুসলমানের কাছে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় দিন। হিজরি ৬১ সনের এদিনেই কারবালা প্রান্তরে প্রিয়নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাতের মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। ফলে কারবালার শোকাবহ ঘটনার কারণে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবেও দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

আরও পড়ুন: সৌদি বিমানবন্দর টার্গেট করে হুথিদের ড্রোন হামলা

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়