• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হামাস ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলা বন্ধে সমঝোতা

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৮
israel, arab
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মাঝে পাল্টাপাল্টি হামলা বন্ধে সমঝোতা হয়েছে। গত তিন সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় বিমান হামলা করে আসছে। তার পাল্টা জবাবে হামাস ইসরায়েলে আগুন বেলুন হামলা করছে।

সোমবার (৩১ আগস্ট) কাতারের মধ্যস্ততায় এই সমঝোতা হয় বলে জানিয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার।

তিনি বলেন, কাতারের দূত মোহাম্মদ আল এমাদির মধ্যস্থতায় সাম্প্রতিক উত্তেজনা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধে সমঝোতায় পৌঁছানো গেছে।

আল জাজিরার খবরে আরও বলা হয়, তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, গাজা থেকে নিয়মিত ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো এবং রকেট হামলা করায় ইসরায়েল বিমান হামলা করছে।

নতুন এই সমঝোতা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে বেলুন ও অন্যান্য হামলা সম্পূর্ণ বন্ধ করা হবে। আর তার বিনিময়ে ১৩ বছর ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় মঙ্গলবার থেকে তেল সরবরাহ পুনরায় শুরু হবে এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি পুনরায় সচল হবে।

আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি করতে পারবে চীন

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় আরও ৪৮ প্রাণহানি
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত
গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতেই হানিয়াকে হত্যা: আব্বাস
গাজায় যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকব না: কমলা হ্যারিস