আমিরাতে সেনাঘাঁটি বানাতে পারে ইসরায়েল, আশঙ্কা ইরানের
সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল সেনাঘাঁটি বানাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরান। তারা বলছে, উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ফলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে এই অঞ্চলে শক্ত অবস্থান ও ইরানের কাছাকাছি আসতে ইসরায়েল এমন পদক্ষেপ নিতে পারে। খবর দ্য নিউ আরবের।
তবে গত ১৩ আগস্ট আমিরাত ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়েছে, সেখানে এমন কিছু বলা হয়নি। কিন্তু জাদেহ ইরানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভূরাজনৈতিক প্রেক্ষাপটে’ এ ধরনের লক্ষ্য স্পষ্ট।
সেখানে আরও বলা হয়, এটা ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তির জন্য দাবি করা হলেও আবুধাব ও তেলআবিব বহু বছর ধরে গোপনে সম্পর্ক বজায় রেখেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ‘তাদের বিরুদ্ধে একটি গুলি ছোঁড়া বা হুমকিও দেয়নি আবুধাবি’।
এই চুক্তির মূল অগ্রাধিকার হচ্ছে ইরানকে হামলা করা। আর এর ফলে আমিরাতে ঘাঁটি গাড়তে পারে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, এর ফলে ঝুঁকির মুখে পড়েছে দেশটির নিরাপত্তা বিশেষ করে তেলক্ষেত্র, বন্দর ও পারমাণবিক চুল্লিগুলো। ইরানের কৌশলগত স্থাপনার কাছাকাছি আসতে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করেছে ইসরায়েল, বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।
আরও পড়ুন: নাগরিকত্ব নিয়ে নতুন খসড়া তৈরি ট্রাম্প প্রশাসনের
এ
মন্তব্য করুন