এ বছরই জেরুজালেমে দূতাবাস সরাচ্ছে হন্ডুরাস
চলতি বছরের শেষদিকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। রোববার দেশটির প্রেসিডেন্ট হুয়ান হার্নেন্দেজ এমন আশাবাদ ব্যক্ত করেছেন।
এক টুইট বার্তায় হার্নেন্দেজ বলেছেন যে, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি বলেন, আমরা আমাদের কৌশলগত সম্পর্ক জোরদার করতে এবং তেগুসিগালপা ও জেরুজালেমে নিজ নিজ দেশের দূতাবাস খোলার ব্যাপারে একমত হয়েছি।
তিনি আরও বলেন, এ বছর শেষ হওয়ার আগেই আমরা এই ঐতিহাসিক পদক্ষেপ নেয়ার ব্যাপারে আশাবাদী। এসময় তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় ইসরায়েলকে অভিনন্দন জানান।
হার্নেন্দেজের ওই টুইটের জবাবে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতি হন্ডুরাসের সমর্থনের জন্য নেতানিয়াহু দেশটির প্রশংসা করেন।
বর্তমানে জেরুজালেমে দুইটি দেশের দূতাবাস রয়েছে। একটি হচ্ছে যুক্তরাষ্ট্র, আর অপরটি হচ্ছে গুয়েতেমালা।
তবে বেশ কয়েকটি দেশ জেরুজালেমে তাদের দূতাবাস সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওই তালিকায় রয়েছে- ব্রাজিল, হাঙ্গেরি, মলদোভা, রোমানিয়া এবং সবশেষ যোগ হয়েছে সার্বিয়া ও কসোভো।
এ
মন্তব্য করুন