জিন গবেষণায় রসায়নে নোবেল পেলেন ২ নারী
জিন এডিট প্রক্রিয়া উন্নয়নের জন্য চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন দুইজন নারী বিজ্ঞানী। নোবেলজয়ী এই বিজ্ঞানী হলেন- ইমানুয়েল শারপেন্ট এবং জেনিফার এ ডোডনা।
সুইডেনের স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
এই দুজনের মধ্যে ইমানুয়েল জার্মানির বার্লিনের ম্যাক্স প্লাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথজেনসের শিক্ষক। ডোডনা আছে যুক্তরাষ্ট্রের বার্কলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে।
নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, ইমানুয়েল কার্পেন্টিয়ার এবং জেনিফার এ ডোন্ডা জিন প্রযুক্তির সূক্ষ্ম সরঞ্জাম আবিষ্কার করেছেন: সিআরআইএসপিআর/সিএএস ৯ জিন সম্পাদনা ব্যবস্থা। এটি ব্যবহার করে গবেষকরা অত্যন্ত নির্ভুলভাবে প্রাণি, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে সক্ষম।
সেখানে বলা হয়, জীবন-বিজ্ঞানের ওপর এই প্রযুক্তি বৈপ্লবিক প্রভাব ফেলেছে। এটি নতুন ক্যানসার থেরাপিতে অবদান রাখছে। বংশগত রোগ চিকিৎসার যে স্বপ্ন বিজ্ঞানীরা দেখে আসছেন তাকে হয়তো বাস্তবে রূপ দেওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে।
উল্লেখ্য, ১৯১১ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাত্র চার নারী রসায়নে নোবেল পেয়েছেন। সর্বশেষ ২০০৯ সালে ইসরায়েলের আডা ই ওনাথ নোবেল পেয়েছিলেন।
আরও পড়ুন :
এ বছরই আসবে করোনার টিকা: ডব্লিউএইচও
মন্ত্রিসভায় ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণার অনুমোদন
সবচেয়ে লম্বা পায়ের নারীকে চেনেন? (ভিডিও)
এ
মন্তব্য করুন