• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফিরতি টিকিট ছাড়া ঢোকা যাবে না দুবাই

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ২২:০০
দুবাই
যারা ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যাচ্ছেন, তাদের কাছে ফিরতি ফ্লাইটের টিকিট না থাকলে তাদের সেদেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না

দুবাই ঢুকতে অবশ্যই পর্যটকদের সঙ্গে ফিরতি টিকেট থাকতে হবে। নইলে সেদেশের ভেতর ঢোকার অনুমতি দেয়া হবে না। বিমানবন্দরেই আটকে দেওয়া হবে৷ এমন নতুন নিয়ম করেছে সেখানকার সরকার।

গেলো ১৫ অক্টোবর এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাত্রীরা যারা ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যাচ্ছেন, তাদের কাছে ফিরতি ফ্লাইটের টিকিট না থাকলে তাদের সেদেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না৷ আর এটা সংশ্লিষ্ট বিমানসংস্থারই দায়িত্ব থাকবে। রিটার্ন টিকিট না নিয়ে এলে ওই এয়ারলাইন্সের দায়িত্ব থাকবে তাকে নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা।

এদিকে নতুন নিয়ম সম্পর্কে না জানা থাকায় তিন শতাধিক যাত্রী আটকে আছেন দুবাই বিমানবন্দরে। তাদের কাছে ফিরতি টিকিট না থাকায় দুবাইতে ঢুকতে দেওয়া হয়নি৷ অধিকাংশই ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের যাত্রী বলে জানা গেছে।

ভারতীয় যাত্রীর সংখ্যাই ছিল প্রায় দুই শ৷ শেষপর্যন্ত দুবাইয়ের ভারতীয় দূতাবাস থেকেই সব আটকে পড়া ভারতীয় যাত্রীদের ধীরে ধীরে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়৷

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিন্ন লুকে নজর কাড়লেন মিম
নায়িকাদের দুবাই যাওয়া নিয়ে মুখ খুললেন তানহা তাসনিয়া
পুলিশ বন্ধুকে নিয়ে স্ত্রীকে হত্যা করে দুবাই পালালেন স্বামী 
দুবাইয়ের নতুন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান