• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

১০ ফ্লাইটে নারীদের পোশাক খুলে তল্লাশি, কাতারের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২০, ২০:৪৯

কাতারের রাজধানী দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মোট ১০ টি ফ্লাইটের নারী যাত্রীদের পোশাক খুলে মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়া সরকার। যদিও এর আগে দুটি ফ্লাইটের যাত্রীদের তল্লাশির অভিযোগ করেছিল অস্ট্রেলিয়া। আর এ ঘটনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছে কাতার সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আব্দুল আজিজ আল থানি বলেছেন, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে। বুধবার কাতার সরকারের যোগাযোগ বিভাগ থেকে বিবৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

এদিকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন অস্ট্রেলিয়ান সিনেটে এক শুনানিতে দাবি করেছেন, ২ অক্টোবর কাতার এয়ারওয়েজের যেসব ফ্লাইটে নারী যাত্রীদের তল্লাশি করা হয়, সেখানে মোট ১৮ জন নারী ছিলেন। এদের মধ্যে ১৩ জন অস্ট্রেলিয়ার নাগরিক।

উল্লেখ্য, গত ২ অক্টোবর দোহা থেকে সিডনিগামী কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটের নারী যাত্রীদের প্লেন ছাড়ার আগ মুহূর্তে তাদের নামিয়ে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরনের পোশাক খুলে পরীক্ষা করা হয়, কেউ সদ্য সন্তান জন্ম দিয়েছেন কিনা তা জানার জন্য।

ঐদিন বিমানবন্দরে বাথরুমের ময়লার ঝুড়িতে সদ্য জন্ম নেয়া একটি শিশু পাওয়া যায়। শিশুটির জন্মদাত্রীকে খুঁজে বের করতে ওই তল্লাশি চালানো হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনার প্রায় ২৪ দিন পর অস্ট্রেলিয়া সরকার থেকে আনুষ্ঠানিকভাবে কাতার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর আন্তর্জাতিক মিডিয়ার এ বিষয়ক সংবাদ আসতে থাকে।

এমএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
বাংলাদেশ সফরে কাতার নৌবাহিনী প্রধান
খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া