• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

বিদেশি শ্রমিক নিয়োগে কফিল পদ্ধতি বাতিলের চিন্তা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৭:৪৭

সৌদি আরবে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সাত দশক ধরে চালু আছে কফিল প্রথা। তবে বিতর্কিত এ পদ্ধতি বাতিলের কথা ভাবছে সৌদি সরকার। বিদ্যমান এ পদ্ধতির পরিবর্তে নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে নতুন এক ধরনের চুক্তির নিয়ম চালু করবে দেশটির কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে সৌদি আরবের অর্থনীতি বিষয়ক পত্রিকা মাল।

বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগামী বছরের প্রথম ভাগ থেকেই নতুন এ পদ্ধতি কার্যকর করারও পরিকল্পনা আছে বলেও জানায় পত্রিকাটি।

কফিল পদ্ধতিতে অভিবাসী শ্রমিককে একজন নির্দিষ্ট নিয়োগকর্তার কাছেই বাধা থাকতে হতো। নিয়োগকর্তা না চাইলে অন্য কোথাও কাজ করারও বৈধতা থাকতো না তার। নিয়োগকর্তার ইচ্ছাধীন হওয়ায় অনেকেই এ পদ্ধতিকে অঘোষিত ‘দাস প্রথা’ বলে অ্যাখ্যা দিয়ে আসছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটিতে এখনও কফিল পদ্ধতির আওতায় ১০ কোটিরও বেশি শ্রমিক কাজ করছে।

বিভিন্ন মানবাধিকার সংগঠনও দীর্ঘদিন ধরেই বিতর্কিত এ পদ্ধতি পরিবর্তন করতে সৌদি আরব কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।

এমএস/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি আরব প্রবাসীদের জন্য দুঃসংবাদ
বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর
সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ