ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ , ০৯:৩৮ এএম


loading/img

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যূত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার  সকাল পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে ঢাকাগামী যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যূত হয়। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এতে যাত্রী নিয়ে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। ঢাকা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে। ঠিক কত সময় পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনো বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

এপি/জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |