সংসদের রাস্তায় গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ১২:২০ পিএম


সংসদের রাস্তায় গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর সংসদ ভবনের রাস্তায় গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালক।

বিজ্ঞাপন

রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাহিদুল ইসলাম।তাৎক্ষণিকভাবে এর বেশি জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে ওই মোটরসাইকেল আরোহী সংসদ ভবনের রাস্তা দিয়ে বিজয় স্মরণীর দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই তার ওপর শিমুল গাছ ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীদের সহযোগিতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালক আহত হয়েছেন।

আর/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission