সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান তার শ্বশুর মাশহুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দী করার জন্য নির্দেশ দিয়েছেন। দেশটির একটি বিশ্বস্ত সূত্রে এমন খবর প্রকাশ করেছে ইরানের ফার্স বার্তা সংস্থা।
প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে আমেরিকার গুরুত্বপূর্ণ এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করায় এ নির্দেশনা দেয়া হয়েছে। তবে মাশহুর বিন আব্দুল আজিজ কবে থেকে গৃহবন্দী রয়েছেন তা স্পষ্ট নয়। তিনি যুবরাজের স্ত্রী সারার বাবা। এছাড়াও বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎ ভাই।
বর্তমান রাজার ছোট ভাই এখনো জীবিত। যে কোনও সময় রাজা ও যুবরাজের জন্য হুমকিস্বরূপ হতে পারেন তারা- এমন আশঙ্কা রয়েছে। দেশটির যুবরাজ এ পর্যন্ত দুইশ’রও বেশি প্রিন্স ও রাজনীতিবিদকে গ্রেপ্তার করেছেন এবং তাদের অনেকে অর্থের বিনিময়ে মুক্তি পেয়েছেন। এভাবে হাজার হাজার কোটি ডলার আয় করেছেন যুবরাজ। সূত্র : পার্সটুডে
এসআর/