ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় গ্রেপ্তারে লাগবে না অনুমতি

আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১২:১৫ পিএম


loading/img
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত ব্যাপারে ডিএমপির জারিকৃত সার্কুলার তিন মাসের জন্য স্থগিত করার আদেশ দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এ রায়ের ফলে, অন্তত আগামী তিন মাস পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে না তদন্ত কর্মকর্তাদের।

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে উল্লেখ করে একটি অফিস আদেশ জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের জন্য উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থির চিত্র ও মোবাইলের কল লিস্ট বা সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

পরে ডিএমপির এ অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন, যার শুনানি ছিল আজ বুধবার (২৩ এপ্রিল)। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |