ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ব্রাজিলে একদিনে মৃত্যুর রেকর্ড, ভারতে আরও ৭২ হাজারের বেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ , ১২:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

করোনায় ব্রাজিলে একদিনে মারা গেছে প্রায় চার হাজার মানুষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় গেল ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

এদিকে ভারতে অক্টোবরের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বুধবার। এদিন দেশটিতে ৭২ হাজার ৩৩০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। 

এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। এর আগে গত বছরের ১১ অক্টোবর ৭৪ হাজার ৩৮৩ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। 

বিজ্ঞাপন

এছাড়া গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ছয় লাখ ৩৮ হাজার ২৫১ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জনের।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |