স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তিন ম্যাচ নিষিদ্ধ করায় ২৩ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে খেলতে পারছেন না নেইমার।
গেলো শনিবার মালাগার বিপক্ষে ২-০ গোলে হারার ম্যাচে দিয়েগো লোরেন্তেকে ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ফরোয়ার্ড। নিয়ম অনুযায়ী, এ কারণে এক ম্যাচ নিষিদ্ধ হতেন ব্রাজিলিয়ান তারকা। তবে মাঠ ছেড়ে যাবার সময় চতুর্থ অফিসিয়ালের সঙ্গে অশোভন আচরণ করায় তাকে আরো দু’ম্যাচ নিষিদ্ধ করেছে আরএফইএফ। এজন্যই সেই ম্যাচে খেলতে পারবেন না নেইমার।
বার্সেলোনার ভাষ্য, মাঠ থেকে বেরিয়ে যাবার সময় নেইমার চতুর্থ অফিসিয়ালের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন-এর কোনো প্রমাণ নেই। তবে বার্সার এ দাবী নাকচ করে দিয়েছে আরএফইএফ।
এর মানে সামনে তিন লিগ ম্যাচ অর্থাৎ রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। এর বিপক্ষে অবশ্য বার্সেলোনা আপিলের সুযোগ পাচ্ছে।
তবে শাস্তি বহাল থাকলে ২৯ এপ্রিল এস্পানিওলের বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে ফিরবেন ২৫ বছরের তারকা ফুটবলার।
নেইমারের বার্সা সতীর্থ জাভিয়ের মাশ্চেরানো সংবাদ সম্মেলনে বলেন, একই অপরাধে অনেকেই মাত্র এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে। এবার আমরাও দেখবো কি হয়? ঘরে বসে অনেক কথাই বলা যায়। তবে গভীরভাবে চিন্তা করলে সিদ্ধান্ত নেয়া অনেক কঠিন।
ওয়াই/ডিএইচ