‘ভারত তুমি সেরে ওঠো, পাকিস্তান তোমার সঙ্গে আছে’
করোনার দ্বিতীয় ঢেউ ভারতকে কুরে কুরে খাচ্ছে। হাজারে হাজারে মানুষ আক্রান্ত হচ্ছে। বাড়তি রোগীর চাপে ঠিকমতো মিলছে না চিকিৎসা। সবচেয়ে বিপদের কথা হলো, তীব্র অক্সিজেনের সংকটে পড়েছে দেশটি।
করোনা পরিস্থিতির ভয়াবহতা গড়িয়েছে দেশটির হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত। টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ ‘ইন্ডিয়া নিডস অক্সিজেন’।
এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তানের জনগণ। ভারতকে অক্সিজেনের জোগান দিতে ইচ্ছুক তারা। ‘ইন্ডিয়া নিডস অক্সিজেন’ হ্যাশট্যাগ পাকিস্তানেও রীতিমতো ট্রেন্ডিং। অনেক পাকিস্তানি নাগরিক ভারতকে অক্সিজেন পাঠানোর অনুরোধ জানিয়ে পাকিস্তানের সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন।
এর পাশাপাশি অন্যান্য জরুরি সরঞ্জাম পাঠানোর অনুরোধও করা হয়েছে। অনেকেই টুইটারে সরাসরি লিখেছেন, এই সময় রাজনৈতিক বিরোধ সরিয়ে রেখে ভারতকে সাহায্য করা উচিত পাকিস্তানের। অনেকে আবার লিখেছেন, ভারত তুমি সেরে ওঠো। পাকিস্তান তোমার সঙ্গে আছে। একসঙ্গে আমরা করোনার মোকাবিলা করব।
টিএস
মন্তব্য করুন