মধ্যপ্রদেশেও নদীতে ভাসছে মরদেহ
ভারতে বেশ কয়েকদিন ধরেই একের পর এক রাজ্যের নদীতের মৃতদেহ ভাসার ঘটনা ঘটছে। বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে মৃতদেহ ভেসে এসেছে। প্রাথমিকভাবে দুটি দেহ নদীতে ভেসে আসতে দেখা গেলেও স্থানীয় নন্দনপুর গ্রামের বাসিন্দাদের দাবি তারা ৪-৫টি দেহ দেখতে পেয়েছেন। খবর ইয়াহু নিউজের।
স্থানীয়দের ধারণা, করোনায় মৃত্যুর পর দেহ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে একজন গ্রামবাসী বলেন, যেভাবে দেহগুলো নদীতে ভেসে আসছে, তাতে আমাদের গ্রামে মহামারি ছড়িয়ে পড়তে পারে।
পান্না জেলা প্রশাসক সঞ্জয় কুমার মিশ্র বলেন, দুটি মরদেহ ভেসে এসেছে। তিনি জানান, একটি মরদেহ ৯৫ বছর বয়সী এক বৃদ্ধের। আর অন্যটি একজন ক্যান্সার রোগীর। দুজনই নন্দনপুর গ্রামের বাসিন্দা।
এর আগে গত দুইদিন ধরেই নদীতে মরদেহ ভেসে আসার ঘটনায় শিউরে উঠেছে ভারতের মানুষ। বিহারের বক্সারে গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় ৪০-৫০টি মরদেহ ভেসে আসার পর চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে লাগোয়া রাজ্য উত্তরপ্রদেশেও নদীতে মরদেহ ভাসতে দেখা যায়।
এদিকে এভাবে করোনায় মৃতের দেহ নদীতে ফেলায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সংক্রমণ রুখতে অজ্ঞাতপরিচয় মৃতদেহগুলো মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এ
মন্তব্য করুন