ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭

প্রোটিয়া দল ঘোষণা, নতুন মুখ মহারাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ০৮:৫৭ পিএম


loading/img

ফের দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলের নেতৃত্বে ফিরলেন এবি ডি ভিলিয়ার্স। ইনজুরির কারণে আইপিএলে নিয়মিত খেলতে না পারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে তারই ওপর আস্থা রেখেছেন প্রোটিয়া নির্বাচক। তাকে অধিনায়ক করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭’র জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন তারা।

বিজ্ঞাপন

দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার কেশব মাহরাজ। দীর্ঘদিন পর ফিরেছেন পেসার মরনে মরকেল। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন গতিতারকা ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। তারা দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ইনজুরি সারিয়ে উঠতে লড়বেন।

স্টেইন ও ফিল্যান্ডারের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন ওয়েন পারনেল ও ক্রিস মরিস। দল থেকে বাদ পড়েছেন গেলো ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে খেলা ড্যান প্যাটারসন ও তাবরিজ শামসি। তাদের জায়গায় ফিরেছেন আন্দিল পেহলুকাইয়ো ও ডোয়াইন প্রিটোরিয়াস।

বিজ্ঞাপন

২০১৬ সালের জুন থেকে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে ব্রাত্য ছিলেন মরনে মরকেল। তবে পিঠের ইনজুরি থেকে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে দারুণ পারফরম করেন তিনি। তারই পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ফিরেছেন এ স্পিডস্টার।

দক্ষিণ আফ্রিকা দল : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, আন্দিল পেহলুকাইয়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ডোয়াইন প্রিটোরিয়াস, ফারহান বেহার্দিন, মরনে মর্কেল ও কেশব মাহরাজ।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |