আইপিএলের দশম আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে বাংলাদেশের দর্শকদের জন্য দুঃসংবাদ! ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদ একাদশে নেই মুস্তাফিজুর রহমান। এ নিয়ে টানা তিন ম্যাচ উপেক্ষিত হলেন কাটার মাস্টার।
আইপিএলের গেলো আসরে দুর্দান্ত করেন মুস্তাফিজুর রহমান। তার অনন্য নৈপুণ্যে ওই আসরের শিরোপাও ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। তা মাথায় নিলে এবারের আসরে দলটির একাদশে তার জায়গা না পাওয়াটা বিস্ময়কর বটে!
এবার মুস্তাফিজের আইপিএল যাত্রাটা শুরু হয়েছে দেরিতে। শ্রীলঙ্কায় সফল মিশন শেষে দলের সঙ্গে দেশে ফেরেন তিনি। ক’দিন থেকেই গেলো ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন মুস্তাফিজ। ঠিক পরের দিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার সুযোগও পেয়ে যান। তবে ওই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ভক্ত-দলকে হতাশ করে ২.৪ ওভারে দেন ৩৪ রান।
অনুমিতভাবেই পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশে জায়গা হারান বোলিং বিস্ময়। এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেও সুযোগ দেয়া হয়নি তাকে। এদিন দর্শক বানিয়ে রাখা হলো পেস বিস্ময়কে।
ডিএইচ