ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বেকার সুস্মিতার চাওয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ এপ্রিল ২০১৭ , ১০:৪২ এএম


loading/img

বলিউডের বেকার অভিনেত্রীর তালিকায় জ্বল জ্বল করছে সাবেক বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেনের নাম।    

বিজ্ঞাপন

সেই সুস্মিতাই নাকি নিত্যদিন স্ক্রিপ্ট পড়ছেন। কিন্তু নতুনত্ব কোথায়? সেই তো কমেডি না হয় ভয়ের ছবির চিত্রনাট্য। সে কারণেই এ মুহূর্তে কোনো ছবি হাতে নিচ্ছেন না সুস্মিতা সেন।

সুস্মিতা বলেন, 'আমি কমেডি ছবি করেছি। আবার হরর ছবিতেও অভিনয় করেছি। কিন্তু এবার আরো একটু পরিণত চরিত্র চাই। একটা রোমান্টিক ছবিতে চুটিয়ে রোম্যান্স করতে চাই।

বিজ্ঞাপন

সুস্মিতার ভাষ্য, এখন খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। নতুন প্রযোজকরা যেমন আসছেন, তেমনই স্টুডিওর মানও উন্নত হয়েছে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও খুব ভাল। কিন্তু পছন্দের চরিত্র না পেলে এখনই কোনো ছবিতে সই করবো না।

সবশেষ টালিউডে 'নির্বাক' নামে বাংলা ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। ছবিতে বেশ ক'টি খোলামেলা দৃশ্য দেখা গেছে তাকে।

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |