ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

এবার আলিগড়ের নাম বদলে ফেলার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ আগস্ট ২০২১ , ১২:১৯ পিএম


loading/img
সংগৃহীত

একের পর এক শহরের নাম বদলে ফেলছে ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের সরকার। রাজ্যটির এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ করেছে তারা। এবার আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাস করে রাজ্য সরকার। খবর পার্সটুডের।

বিজ্ঞাপন

সোমবার নবগঠিত আলিগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাস হয়। এছাড়া মঈনপুরী শহরের নাম পরিবর্তন করে মায়ান নগর করার প্রস্তাব পাস করা হয়েছে। সোমবার আলিগড় পঞ্চায়েতের ৭২ জন সদস্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ৫০ জন। তাদের উপস্থিতিতেই সর্বসম্মতিতে ওই প্রস্তাব পাস হয়।

এ প্রসঙ্গে আলিগড় জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান বিজয় সিং বলেন, দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের দাবি ছিল আলিগড়ের নাম পরিবর্তন করে যেন হরিগড় করা হয়। জেলা পঞ্চায়েত সেই প্রস্তাব স্বীকার করেছে। এবার এই প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আলিগড় জেলা পঞ্চায়েত বোর্ডের সভায় কেহরি সিং এবং উমেশ যাদব আলিগড়ের নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখার প্রস্তাব করেছিলেন। পরে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা পাস করেন। আলিগড় জেলা পঞ্চায়েতের সভাপতি বিজয় সিং জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

এদিকে আলিগড়ের মতোই মঈনপুরী জেলা পঞ্চায়েতের পক্ষ থেকেও শহরের নাম মায়ান নগর করার প্রস্তাব পাস করা হয়েছে। জেলা পঞ্চায়েতের চেয়ারপারসন অর্চনা ভাদোরিয়া বলেন, পঞ্চায়েতের এক সদস্য মঈনপুরীর নাম পরিবর্তন করে মায়ান নগর করার প্রস্তাব দিয়েছিলেন। সোমবার ২৩ জন সদস্যের সমর্থনে সেই প্রস্তাব পাস হয়েছে। কেবল দুজন সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |