ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

আদালতে উসকানির অভিযোগ অস্বীকার সু চি’র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ , ০৮:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

আদালতে জান্তা সরকারের আনা ‘জনগণকে উস্কানি’ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি।

বিজ্ঞাপন

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম মঙ্গলবার (২৬ অক্টোবর) আদালতে সাক্ষ্য দিয়েছেন মিয়ানমারের জনপ্রিয় এই নেত্রী। রুদ্ধদ্বার শুনানিতে জান্তা সরকারের এ অভিযোগ প্রত্যাখ্যান করেন সু চি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শুনানির বিষয়ে সু চির আইনজীবীদের সংবাদমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা দিয়েছে সেনাবাহিনী। তাই এ নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওই আইনজীবী

বিজ্ঞাপন

জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনী সু চির বিরুদ্ধে কমপক্ষে ১০টি অভিযোগ গঠন করেছে। এরমধ্যে অন্যতম হলো অবৈধভাবে ওয়াকিটকি আমদানি, করোনাকালীন বিধিনিষেধ ও রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জনের পর নতুন সরকার পার্লামেন্ট অধিবেশনে বসার কয়েক ঘণ্টা আগেই হয় দেশটিতে সেনা অভ্যুত্থান হয়। এরপরই সু চিসহ বেসামরিক সরকারের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ গুলি চালিয়ে হাজারের ওপর মানুষকে হত্যা করে জান্ত সরকার। সূত্র: আল-জাজিরা

আরএ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |