ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মেসি-রোনালদোদের তালিকাতেও কোহলি-ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ৩১ মে ২০১৭ , ০৮:১৩ পিএম


loading/img

বর্তমান বিশ্বের বিখ্যাত ১০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে খেলাধুলা বিষয়ক জনপ্রিয় নিউজপোর্টাল ইএসপিএন। বিজ্ঞাপন বাবদ আয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী, ইন্টারনেটে তাদের খোঁজার হার বিশ্লেষণ করে এ তালিকা করা হয়েছে। এ তালিকায় মেসি-রোনালদোর পাশাপাশি রয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরাও।  

বিজ্ঞাপন

তালিকার প্রথম জায়গাটি দখল করেছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলের আরেক সেনসেশন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আছেন তৃতীয় স্থানে। এছাড়া জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আছেন ষষ্ঠ স্থানে।

বিশ্ব খ্যাত ১০০ খেলোয়াড়ের তালিকার প্রথম ১০-এ আছেন দু’টেনিস তারকা। জনপ্রিয় সুইস টেনিস তারকা রজার ফেদেরার চতুর্থ ও স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল নবম স্থানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

প্রথম ১০-এর পঞ্চম স্থানে জনপ্রিয় গলফ তারকা ফিল মাইকেলসন ও দশম স্থানে আছেন টাইগার উডস। দু’জনই আমেরিকান গলফার।

জনপ্রিয় বাস্কেটবল তারকা লেবর্ন জেমস দ্বিতীয় স্থানে ও কেভিন ডুরান্ট অষ্টম স্থানে অবস্থান করছেন। তারা আমেরিকান বাস্কেটবল তারকা।

‘বিশ্ব খ্যাত ১০০’ খেলোয়াড়ের তালিকার সপ্তম স্থানে আছেন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট।

বিজ্ঞাপন

এ তালিকায় ক’বছর ধরেই স্থান পাচ্ছেন ক্রিকেটাররা। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। ক্রিকেটারদের মধ্যে এ তালিকায় আছেন বেশ ক’জন ভারতীয় ক্রিকেটার। ১৩তম স্থানে আছেন বিরাট কোহলি, ১৫তম স্থানে মহেন্দ্র সিং ধোনি, ৯০তম স্থানে যুবরাজ সিং ও ৯৫তম স্থানে অবস্থান করছেন সুরেশ রায়না।

বিজ্ঞাপন

কে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |