ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

অনুষ্ঠানে গিয়ে হঠাৎ ব্যায়াম শুরু করলেন মোদি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ , ০১:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওই অনুষ্ঠানে গিয়ে তিনি হঠাৎই ব্যায়াম শুরু করে দেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

বিজ্ঞাপন

সেখানকার ব্যায়ামাগারের সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখতে গিয়ে একটি মেশিনে বসে ব্যায়াম করেন তিনি। 

নতুন বছরে প্রথম বড় উন্নয়নমূলক প্রকল্পের কাজ করে উত্তরপ্রদেশের যুব সমাজের উদ্দেশে মোদি বলেন, ‘মিরাট আমাদের শক্তি ও সংস্কৃতির কেন্দ্র। এটি জৈন তীর্থঙ্করদের স্থান এবং সিন্ধু উপত্যকা সভ্যতার সময় থেকেই আমাদের ভারতের শক্তি দেখিয়েছে এই স্থান।’

বিজ্ঞাপন

এর আগেও ফিটনেস নিয়ে বার্তা দিতে দেখা গিয়েছে তাকে। নিয়মিত যোগ ব্যায়ামও করেন তিনি। এমনকি তার উদ্যোগেই শুরু হয় বিশ্ব যোগ দিবস।

এনএইচ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |