ঢাকামঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

দু’পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৯ জুন ২০১৭ , ০৫:০০ পিএম


loading/img

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।  তবে মাঠ ভেজা থাকায় তা সম্ভব হয়নি। বিকেল পৌনে ৪টায় মাঠ পর্যবেক্ষণ শেষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরুর  সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। একই অবস্থা নিউজিল্যান্ডেরও। কিন্তু  শনিবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দিলে দু’দলের জয় কোনো কাজেই আসবে না। তাই এ ম্যাচে জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার পরাজয় প্রার্থনা করতে হবে টাইগার-কিউইদের।

বিজ্ঞাপন

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। ইমরুল কায়েসের জায়গায় ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ।প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন তিনি। তাকে নিয়ে দলে পেসারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জন। এছাড়া মেহেদী হাসান মিরাজের জায়গায় ঢুকেছেন মোসাদ্দেক হোসেন।  

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |