ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের ১২তম দিন চলছে। এদিন ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মাইকোলাইভে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে রুশ সেনাবাহিনী।
স্থানীয় সময় (সোমবার) ভোর ৫টার দিকে গোলাবর্ষণ শুরু হয়।
নিউইয়র্ক টাইমসের রিপোর্টার মাইকেল সোয়িটজ মাইকোলেইভে রুশ হামলার একটি ভিডিও টুইটেরে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ইউক্রেনীয় সেনারা রুশদের থেকে মাইকোলেইভের বিমানবন্দর পুনরুদ্ধারের একদিন পর রুশ সেনারা ভারী কামানের গোলা নিক্ষেপ করছে।
ইউক্রেনের এই শহরটিকে অন্তত ৪ লাখ ৭৬ হাজার মানুষ বাস করে বলে জানা গেছে।
Russian forces appear to have launched a heavy artillery barrage against Mykolaiv, a day after Ukrainian troops pushed them from the city and recaptured the airport. From my vantage, I could see flashes from the attack lighting up the night sky along a large swath of the city. pic.twitter.com/cm4E0cNtN3
— Michael Schwirtz (@mschwirtz) March 7, 2022
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া নিজেদের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা সংস্থাটির। সূত্র : আলজাজিরা, বিবিসি