টানা বর্ষণে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পাহাড় ধসে নিহতদের স্মরণে ভারতের বিপক্ষে সেমিফাইনালে কালো ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা। জানালেন মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
টানা বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসে ১৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশি মানুষ মারা গেছে রাঙামাটিতে। আর নিহতদের স্মরণে আজ এজবাস্টনে ভারতের বিপক্ষে সেমিফাইনালে কালো ব্যাজ পরে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
এদিকে বুধবার টাইগার দলপতি মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পাহাড় ধসে নিহতদের জন্য শোক ও সেনা সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি লিখেছেন, পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধারকাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দিতে সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।
গেলো সোমবার রাত থেকে পার্বত্য অঞ্চলে ভারি বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১৫১ জন নিহত হয়েছেন। এর মধ্যে উদ্ধার কাজে গিয়ে নিহত হয়েছেন দুই সেনা কর্মকর্তাসহ চারজন।
এইচটি/ এমকে