ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভাস্কর্য ও ফ্যাশনের অভিনব মেলবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুন ২০২২ , ১০:৪৬ পিএম


loading/img

অনেক ভাস্কর্য দেখলে প্রায় জীবন্ত মনে হয়৷ নেদারল্যান্ডসের এক শিল্পী আক্ষরিক অর্থেই নিজের সৃষ্টির মধ্যে প্রাণ সঞ্চার করছেন৷ নাচের তালে সেই ভাস্কর্যের সঞ্চালন হয়ে উঠছে শ্রুতিমধুর৷

বিজ্ঞাপন

চিনামাটির তৈরি অসংখ্য রিং দিয়ে মনোরম শব্দ সৃষ্টি করা হচ্ছে৷ নেদারল্যান্ডসের শিল্পী সেসিল কেম্পারনিক এমন সব ভাস্কর্য সৃষ্টি করেছেন, যেগুলি সব ইন্দ্রিয় ছুঁতে পারে৷ নিজের সৃষ্টিকর্ম সম্পর্কে তিনি বলেন, আমি এমন কিছু তৈরি করি, যা আগে কখনো দেখিনি বা শুনিনি৷ নতুন বস্তু, বিভিন্ন বস্তুর নতুন বিন্যাস যা আমাকে আনন্দ দেয়, আমার কাছে অদ্ভুত বা একেবারেই নতুন মনে হয়, সেগুলিই বেছে নেই৷

সেসিল নেদারল্যান্ডসের টেক্সেল দ্বীপে বাস করেন৷ শিশু বয়সেই তিনি অত্যন্ত সৃজনশীল ছিলেন৷ তখন নাচ ও শিল্পকলা চর্চা করতেন৷ ফ্যাশন অ্যাকাডেমিতে এক বছর কাটানোর পর তিনি চারুকলার দিকেই ঝুঁকলেন৷ নানা ধরনের উপাদান নিয়ে কাজ শুরু করেন সেসিল৷ সেসিল বলেন, প্রকৃতিই আমার সবচেয়ে বড় প্রেরণা৷ বিশেষ করে জোয়ার-ভাঁটা, বাতাসের মতো পরিবর্তনের খেলা আমার ভালো লাগে৷ অনেকটা আমাদের ধমনীর রক্ত, বা হৃদস্পন্দনের মতো৷ প্রকৃতির এমন লীলা অনন্তকাল ধরে চলে৷

বিজ্ঞাপন

নিজের স্টুডিওতে তিনি সেরামিক ভাস্কর্যের মধ্যে প্রাণসঞ্চার করেন৷ ৬৯ বছরের এই শিল্পীর কাছে মাটির তাল নিয়ে কাজ অনেকটা সেই উপাদানের সঙ্গে সংলাপের মতো৷ তিনি ক্রমাগত নতুন কিছু শিখে চলেছেন৷ চূড়ান্ত মনোযোগ দিয়ে তিনি প্রত্যেকটি রিং তৈরি করেন৷ প্রান্তগুলি পানি দিয়ে এমনভাবে বন্ধ করে দেন, যাতে মাঝে কোনো বুদবুদ সৃষ্টি না হয়৷ সেসিল কেম্পারনিক বলেন, মাটির একগুঁয়েমি আমার সত্যি খুব ভালো লাগে৷ সেটি যেন নিজের ইচ্ছাতেই চলে৷ কারণ, সপ্তাহে একবার, দুইবার আগুন জ্বালালে এমন সব কাণ্ড ঘটে, যা আমি ভাবতেই পারিনি৷ আমি আসলে এখনো আবিষ্কার করে চলেছি৷

নাচের প্রতি ভালোবাসা থেকেই সেসিল নিজের ভাস্কর্যের মধ্যে গতিশীলতা আনতে শুরু করেন৷ সঞ্চালনের ফলে যে শব্দ সৃষ্টি হয়, তা তথাকথিত এএসএমআর এফেক্ট ঘটায়৷ অর্থাৎ, সেই ভাস্কর্যের শব্দ শুনলে অদ্ভুত অনুভূতি হয়৷ সেসিল বলেন, অর্থাৎ এটা আমার কাছে কোনো পদ রান্না করার মতো নয়৷ শিল্পকলা, সেরামিক বা নাচও করার মতো নয়৷ কিন্তু শেষ পর্যন্ত তেমনই হয়েছে৷

সেসিল কেম্পারনিক ভবিষ্যতে নর্তকীদের সঙ্গে কাজ করতে এবং মঞ্চের জন্য শ্রুতিমধুর ভাস্কর্য ডিজাইন করতে চান৷ সৌজন্যে : ডয়েচে ভেলে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |