ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বেতন ৫০ হাজার, অ্যাকাউন্টে ঢুকল পৌনে ২ কোটি! উধাও কর্মচারী

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুন ২০২২ , ০৩:৩৮ পিএম


loading/img

বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী, বেতন বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার। কিন্তু গত মাসে তার অ্যাকাউন্টে ভুলবশত ১ কোটি ৭০ লাখ টাকা পাঠানো হয়। যা তার বেতনের প্রায় ২৮৬ গুণ বেশি। এরপর থেকেই চাকরি ছেড়ে উধাও ওই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। খবর ইন্ডিয়া টাইমসের।

বিজ্ঞাপন

গণমাধ্যমটির খবরে বলা হয়, গত মাসে আমেরিকার চিলির এক বেসরকারি সংস্থায় কর্মরত এক ব্যক্তির স্যালারি অ্যাকাউন্টে ভুলবশত ১ কোটি ৭০ লাখ টাকা পাঠানো হয় সংস্থার পক্ষ থেকে। যা ওই ব্যক্তির আসল বেতনের প্রায় ২৮৬ গুণ বেশি।

তবে তিনি আশ্বাস দেন যে, কোম্পানির অতিরিক্ত টাকা ফিরিয়ে দেবেন। তারপর লাপাত্তা হয়ে যান তিনি।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, ওই কর্মচারীর মাসিক বেতন ছিল বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে গত মাসে তার অ্যাকাউন্টে ১ কোটি ৭০ লাখ টাকা পাঠানো হয়। মে মাসের ৩০ তারিখ তাকে বিষয়টি জানানো হলে তিনি বাড়তি টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু ২ জুন তিনি চাকরি থেকে পদত্যাগ করেন এবং এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |