• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

মেসিকে ছাড়াই চিলিকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, অরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২
সংগৃহীত ছবি

কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

শুক্রবার (৬ আগস্ট) সকালে আর্জেন্টিনার ঘরের মাঠ এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

এদিন ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন দিবালা। ৭৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৯১ মিনিটে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন দিবালা। ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে পড়ার আগেই গোল করেন।

৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের করা গোলে প্রথম লিড নেই পায় আর্জেন্টিনা। আলভারেজের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে চিলির জালে বল জমা করেন লিভারপুল তারকা। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে আলভারেজ নিয়েও গোল করেন। ৮৪ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির জাল কাঁপান তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৯১ মিনিটে দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন আলবিসেলেস্তারা।

উল্লেখ্য, ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি নেই। কোপা আমেরিকা জিতেই অবসর নিয়েছেন অ্যানহেল ডি মারিয়া। আর্জেন্টিনা স্কোয়াডে বড় শূন্যতা থাকলেও তা ভক্ত-সমর্থকদের বুঝতে দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ 
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
৪ হাজার ৭৭৪ কোটি টাকার এক বিরল গোলাপ
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব: ফিফার ঘোষণা