• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২২, ১৮:১৩
যুক্তরাষ্ট্রে বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কেন্টাকি রাজ্যের অ্যাপালেচিয়া অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে ধ্বংসাত্মক বন্যা দেখা দিয়েছে রাজ্যটিতে।

শনিবার (৩০ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়বে। শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকিতে বন্যাকে ‘বড় বিপর্যয়’ হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় উদ্ধারকারীদের সহায়তা করার জন্য ফেডারেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

এদিকে বন্যার কারণে কমপক্ষে ৩৩ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ওই শহরের মেয়র বলছেন, সেখানে এর আগেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তবে এমন ভয়াবহ পরিস্থিতি হয়নি।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যেই চলছে চুরি ও লুটপাট
যুক্তরাষ্ট্রে দাবানল ঠেকাতে আজান দেওয়ার দাবি, যা জানা গেল