ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

টেকনাফে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড ঘরবাড়ি

আরটিভি অনলাইন রিপোর্ট, টেকনাফ

মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭ , ০৮:০৫ পিএম


loading/img

কক্সবাজারের টেকনাফের কয়েকটি গ্রামে হঠাৎ আঘাত হানে টর্নেডো। এতে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে অর্ধশত বসতবাড়ি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের শীলবনিয়া পাড়া ও উত্তর জ্বালিয়া পাড়া গ্রাম ও পৌরসভায় আঘাত হানে এ টর্নেডো।

প্রত্যক্ষদর্শী রহিম উল্লাহ জানান, দুপুরের দিকে প্রায় ৫ মিনিট ধরে কালো ধোঁয়ায় ভরা বাতাস শুরু হয়। এ বাতাস অনেকটা আগুনের মতো। প্রচণ্ড বাতাসে ঘরের চালা, টিনের ছাউনি, গাছপালা আমার চোখের সামনে উড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি জানান, কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে দুমড়েমুচড়ে যায়। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে নাফ নদীর পাশ দিয়ে উত্তর দিকে চলে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে টেকনাফ পৌরমেয়র আলহাজ মোহাম্মদ ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে লোক পাঠিয়েছি, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ছালেহ আহমদের স্ত্রী নুর বেগম ও মো. ওবায়দুলের স্ত্রী নাসিমা আক্তার জানান, এ টর্নেডো আমাদের জন্য মরার ওপর খাড়ার ঘা। মোরার আঘাতের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই টর্নেডোর আঘাতে আমরা বিপর্যস্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, অতর্কিত টর্নেডোর গুটিকয়েক বাড়ি বিপর্যস্ত হয়ে পড়েছে। কাউন্সিলরদের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করতে বলা হয়েছে।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |