ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রী হওয়ার আশায় যুক্তরাজ্যে ফিরলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ অক্টোবর ২০২২ , ১১:০৩ এএম


loading/img
ফাইল ছবি

লিজ ট্রাসের আকস্মিক পদত্যাগের পর ফের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বরিস জনসন। এরই মধ্যে তিনি ব্রিটেনে ফিরে এসেছেন।

বিজ্ঞাপন

রোববার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে শনিবার যুক্তরাজ্যে ফিরেছেন কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন। ছুটি কাটনোর জন্য সম্প্রতি ব্রিটেনের বাহিরে গিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের এই অন্যতম প্রতিদ্বন্দ্বী।

বিজ্ঞাপন

রয়টার্স বলছে, লিজ ট্রাস যখন পদত্যাগের ঘোষণা দেন তখন ক্যারিবিয়ানে ছুটি কাটাচ্ছিলেন বরিস জনসন।

প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ফের বসতে চাচ্ছেন বরিস জনসন। তিনি নিজ দল কনজারভেটিভ পার্টির ঋষি সুনাককে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |