ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

লন্ডনে ফিরেই প্রতিদ্বন্দ্বী সুনাকের মুখোমুখি বরিস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ অক্টোবর ২০২২ , ১২:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

অবকাশযাপন শেষে লন্ডনে ফিরেই প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেছেন বরিস জনসন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (২২ অক্টোবর) বৈঠকে বসেন কনজারভেটিভ পার্টির সম্ভাব্য এই দুই প্রতিদ্বন্দ্বী।

জানা যায়, ক্যারিবিয়ানে ছুটি কাটানো শেষে শনিবার যুক্তরাজ্যে ফিরেছেন কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন। এর পরেই দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তোড়জোড় শুরু করেন তিনি। সে প্রচেষ্টার অংশ হিসেবেই ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের এই সাবেক প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

শনিবার রাত ১০টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পার্টির অন্তর্কোন্দল এড়াতে যৌথভাবে নির্বাচন করার বিষয়ে আলোচনা করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানা যায়নি।

এদিকে, কনজাভেটিভ পার্টির নতুন নিয়মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে ১০০ এমপির সমর্থন প্রয়োজন হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বরিস জনসন মাত্র ৫৩ জন এমপির সমর্থন পেয়েছেন। অন্যদিকে ঋষি সুনাক ১২৮ জন এমপির সমর্থন পেয়েছেন। এতে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সুনাক।

প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ফের বসতে চাচ্ছেন বরিস জনসন। তিনি নিজ দল কনজারভেটিভ পার্টির ঋষি সুনাককে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। সূত্র: ব্লুমবার্গ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |