• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মিয়ানমারে বিমান হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৩, ২১:৫০

মিয়ানমারের একটি গ্রামে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) গভীর রাতে দেশটির স্যাগাইং অঞ্চলের কাথা শহরের মোয়ে তার লে গ্রামে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় গ্রামবাসীদের মধ্যে অন্তত সাতজন মারা গেছেন। তাদের মধ্যে কয়েকজনের দেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।

হামলার প্রত্যক্ষদর্শী ৪৪ বছর বয়সী জিন নামে এক ব্যক্তি বলেন, বোমা হামলায় কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। কিছু জেলায় যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, কিছু মরদেহ বুধবার রাতেই দাফন করা হয়েছে এবং অন্যদের বৃহস্পতিবার দাফন করা হবে। আরও বিমান হামলা হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা গ্রাম ছেড়ে পালিয়েছেন।

তবে রয়টার্স এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। ব্রিটিশ সংবাদমাধ্যমটি এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের জান্তার একজন মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করার পর থেকে সংঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মিয়ানমার। দেশজুড়ে প্রতিরোধ আন্দোলন ও কিছু সশস্ত্র গোষ্ঠী আবির্ভূত হয়েছে। আর এসব গোষ্ঠীকে দমন করতে প্রায়ই অভিযান পরিচালনা করে জান্তা বাহিনী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে হাসপাতালে ধাক্কা লেগে বিধ্বস্ত হেলিকপ্টার, আরোহীদের সবাই নিহত
সেনবাগে ট্রাক্টর চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫