ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মূত্রকাণ্ডে ৩৭ হাজার ডলার জরিমানা এয়ার ইন্ডিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ , ১০:৪৩ পিএম


loading/img

নিউইয়র্ক-দিল্লির একটি ফ্লাইটে মূত্রকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার দ্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই সিদ্ধান্ত জানায়। গত বছরের ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার গায়ে শঙ্কর মিশ্র নামে এক সহযাত্রীর মূত্রত্যাগের অভিযোগ ওঠে। ওই ঘটনার দেড় মাস পর এই জরিমানা করা হল। ডিজিসিএ তাদের নিজস্ব তদন্তে ওই এয়ারলাইন্সের গাফিলতি খুঁজে পেয়েছে এই মূত্রকাণ্ডে।

বিজ্ঞাপন

এর জন্য এয়ার ইন্ডিয়াকে দায়ী করে ৩৭ হাজার ডলার জরিমানা করেছে ডিজিসিএ। পাশাপাশি বিমানের ভারপ্রাপ্ত চালককেও শাস্তি দিয়েছে ডিজিসিএ। বিমানচালককে ঘটনার জন্য এরই মধ্যে চার মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। 

ঘটনার প্রায় দেড়মাসেরও বেশি সময় পর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এই পদক্ষেপ নিয়েছে।  

বিজ্ঞাপন

ডিজিসিএ এর রিপোর্টে জানায়, বেসামরিক বিমান পরিবহনকারী ওই সংস্থা এই ইস্যুতে বেশ উদাসীন ছিল। গোটা ঘটনা নিয়ে একটি সম্পূর্ণ রিপোর্ট চেয়েছে ডিজিসিএ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |