আইএস নেতা বিলাল সুদানি নিহত, দাবি যুক্তরাষ্ট্রের
গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমালিয়ায় স্পেশাল অপারেশন চালিয়েছে মার্কিন বাহিনী।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্র জানায়, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালিয়েছিল দেশটির সেনা। উত্তর সোমালিয়ার প্রান্তিক অঞ্চলে এই অপারেশন চালানো হয়েছে। নিহত আইএসের আঞ্চলিক নেতা বিলাল আল সুদানি। বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা অঞ্চলে আইএস সংগঠনকে চালনা করতেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছে। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। তাদের সবাইকে হত্যা করার পর সুদানিকে মারা হয়। অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। শুধু একজন মার্কিন সেনা আহত হয়েছেন।
কে এই বিলাল আল সুদানি
যুক্তরাষ্ট্রের দাবি, আইএস সংগঠনে যোগ দেওয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইএস সংগঠনে যোগ দেয় সুদানি। আফ্রিকা এবং আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিল সে। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড সে জোগাড় করতো।
মন্তব্য করুন