ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জেরুজালেমে উপাসনালয়ে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ , ০৭:১০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

পূর্ব জেরুজালেমের নেভ ইয়াকভ পাড়ার একটি উপাসনালয়ে ঢুকে পড়া বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ বন্দুকধারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। 

জানা গেছে, ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। বাকি দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এছাড়া আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

বিজ্ঞাপন

ইসরায়েলি পুলিশ জানিয়েছেন, হামলাকারীর নাম ফাদি আয়েশ। সে ফিলিস্তিনের একজন হামাস সদস্য। সে পূর্ব জেরুজালেমের শুয়াফাতে বসবাস করত। 

পুলিশ আরও জানায়, আয়েশ আব্রাহাম সিনাগগে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে বেইত হানিনার ফিলিস্তিনি পাড়ার দিকে পালিয়ে যায়। পরে গ্রেপ্তার অভিযানের সময় পুলিশের দিকে গুলি করে সে। এসময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |