ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মেক্সিকোর নাইটক্লাবে এলোপাতাড়ি গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৮:৫৯ এএম


loading/img
ফাইল ছবি

মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীরা ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে ছয়জন এবং চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে মেক্সিকোর ওই প্রদেশে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। 

উল্লেখ্য, মেক্সিকো মাদক ব্যবসার অন্যতম কেন্দ্রবিন্দু। সম্প্রতি দেশটিতে সহিংস অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। ২০২১ সালের প্রথম ১০ মাসে জাকাতেকাস প্রদেশে এ ধরনের সহিংসতায় ৯৪৮ জন নিহত হয়েছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |