• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রেকর্ডসংখ্যক বিদেশির জার্মান নাগরিকত্ব গ্রহণ

ডয়চে ভেলে

  ০৫ জুন ২০২৩, ১১:১৩
জার্মান নাগরিকত্ব গ্রহণ
জার্মান নাগরিকত্ব গ্রহণ

গত ২০ বছরের তুলনায় ২০২২ সালে সবচেয়ে বেশি বিদেশি ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন৷

জার্মানিতে যখন দক্ষ বিদেশি কর্মীদের নিজ দেশে অভিবাসনের জন্য উৎসাহিত করার চেষ্টা করছে ঠিক সেই সময়েই বিপুল সংখ্যাক বিদেশির জার্মান নাগরিকত্ব গ্রহণের খবর পাওয়া গেল৷

২০২২ সালে বিশ্বের ১৭১টি দেশের এক লাখ ৬৮ হাজার ৫৪৫ জন বিদেশি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন৷ সরকারের হিসেব অনুযায়ী, ২০২২ সালে নাগরিকত্ব পাওয়ার বিদেশিদের সংখ্যা তার আগের বছরের অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২৮ ভাগ বেশি৷

নাগিরকত্ব পাওয়া বিদেশিদের মধ্য তালিকায় শীর্ষে রয়েছেন সিরীয়রা৷ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি থেকে আসা যেসকল ব্যক্তি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের গড় বয়স ২৪ দশমিক আট বছর৷ আর তাদের দুই তৃতীয়াংশ পুরুষ৷ নাগরিকত্ব পাওয়ার আগে তারা গড়ে ছয় দশমিক চার বছর দেশটিতে অবস্থান করেছেন৷

তালিকায় দ্বিতীয় অবস্থানে ইউক্রেনীয়রা৷ রাশিয়ার হামলা শুরুর পর হাজার হাজার ইউক্রেনীয় দেশ ছাড়লে তাদের একটি অংশ জার্মানিতে আশ্রয় নেয়৷

২০২২ সালে জার্মান নাগরিকত্ব পাওয়াদের মধ্যে তৃতীয় অবস্থানে মধ্যপ্রাচ্যের আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক থেকে আসা অভিবাসীরা৷ আর চুতর্থ অবস্থানে তুর্কিরা৷

ইন্টিগ্রেশন ও মাইগ্রেশন বিভাগের বিশেষজ্ঞ ইয়ান শ্নাইডার জানান, নাগরিকত্ব পাওয়া সিরীয়দের অর্ধেক ছয় বছরেই জার্মানির নাগরিকত্ব পেয়েছেন৷ এর কারণ হলো তারা জার্মান সমাজে একীভূত হতে পারার প্রমাণ দেখাতে পেরেছে৷

তার মতে, সিরীয়দের জার্মান নাগরিকত্ব চলতি বছর আরো বাড়বে৷ কারণ ক্ষমতায় থাকা বর্তমান জোট সরকার নাগরিকত্ব আইন সহজ করার কাজ করছে৷

বর্তমানে জার্মান নাগরিকত্ব পেতে প্রার্থীকে আট বছর ধরে জার্মানিতে অবস্থান করার এবং বি১ লেভের জার্মান ভাষার দক্ষতার প্রমাণ দেখাতে হয়৷ তাছাড়া, নাগরিকত্বের জন্য একটি বিশেষ লিখিত পরীক্ষায় পাশ করতে হয়৷ তাছাড়া রাষ্ট্রের সাহায্য ছাড়া চলার মতো অর্থনৈতিক সামর্থ্য থাকা এবং কোনো অপরাধমূলক রেকর্ড না থাকার বিধান রয়েছে৷

তবে বর্তমানে দেশটিতে দক্ষ কর্মীর ঘাটতি থাকায় নাগরিকত্ব আইন সংশোধনের চেষ্টা করছে ওলাফ শলৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট৷ নাগরিকত্ব আইন সহজ করা হলে তা দক্ষ বিদেশি কর্মীরা দেশটিতে অভিবাসী হতে উৎসাহিত করবে এমন ভাবনা সরকারের৷

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের প্রস্তাবিত নতুন নাগরিকত্ব আইনে তিনটি বড় পরিবর্তনে কথা বলা হচ্ছে৷

প্রস্তাবিত নতুন আইনে, আট বছরের পরিবর্তে পাঁচ বছর জার্মানিতে বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে৷ তাছাড়া সমাজে বিশেষভাবে একীভূত হওয়ার প্রমাণ দেখাতে পারলে তিন বছর বসবাসের পরই আবেদন করার সুযোগ থাকছে৷

জার্মানিতে জন্ম নেওয়া শিশুদের মা অথবা বাবার মধ্যে একজনযদি দেশটিতে পাঁচ বছর বৈধভাবে বসবাস করে থাকেন তাহলে সেই শিশু জার্মানির নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবে৷

তাছাড়া, দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধাও নতুন আইনে রাখা হচ্ছে বলে জানা গেছে৷

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপ ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ
‘সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয়’
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
যে কারণে ভারতের কয়েক প্রদেশে হাওয়াই মিঠাই নিষিদ্ধ