ঢাকাMonday, 17 March 2025, 3 Choitro 1431

অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে মৃত ১০

ডয়চে ভেলে

সোমবার, ১২ জুন ২০২৩ , ১১:২২ এএম


loading/img

অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস উল্টে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় বাসে ৫০ জন বিয়ের যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানিয় সময় রোববার (১১ জুন) অস্ট্রেলিয়ার সিডনির উত্তরে হান্টার ওয়াইন অঞ্চলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বাসটি একদিকে উল্টে গেছে। সেদিকে যারা বসেছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সময় রোববার বেলা সাড়ে এগারোটা নাগাদ সিডনির কাছের শহর গ্রেটার পাশে এই দুর্ঘটনা ঘটে। এই অঞ্চলটা আঙুরের ক্ষেত ও ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে বিখ্যাত।

এরকমই একটি জায়গায় বিয়ে ছিল। বাসটি ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন ৫০ জন মানুষ। বাসটি একটি গোলচক্করে ঘুরতে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বাসের ৫৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে।

এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গভীর শোকপ্রকাশ করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |