ভারতের মণিপুরে ফের দাঙ্গা, নিহত ৯
ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।
মঙ্গলবার (১৩ জুন) রাতে মণিপুরের খামেনলক এলাকায় গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
সংঘাতে আহতদের বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের কয়েকজনের শরীরে চিহ্ন কাটা ও একাধিক বুলেটের আঘাতে হওয়া জখম রয়েছে।
উল্লেখ্য, গত মে মাসের ৩ তারিখ থেকেই আদিবাসী মেতাই সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দেওয়া নিয়েই সংঘাতের শুরু। কুকি সম্প্রদায়ের দাবি, এর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা পাবে মেতাইরা। রাজ্যটিতে চলমান সংঘাতে এরই মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এ পরিস্থিতিতে ফের সহিংসতা শুরু হওয়ায় রাজ্যজুড়ে জারি করা কারফিউ শিথিল করার সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে।
মন্তব্য করুন