• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতে পাঁচ বছরে সাড়ে ১৩ কোটি গরিব কমেছে

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৩, ১১:০৯
ভারতে গরিব কমছে
ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে মাত্র পাঁচ বছরে সাড়ে ১৩ কোটি গরিব কমেছে। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

সোমবার (১৭ জুলাই) দেশটির সরকারি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত সরকারের পর্যবেক্ষক সংস্থা এনআইটিআই আয়োগ এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আগের পাঁচ বছরে ভারতে ১৩ কোটি ৫০ লাখ মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। ২০১৫-১৬ সালে ভারতে দরিদ্র বা গরিব ছিলেন ২৫ শতাংশ মানুষ। কিন্তু ২০১৯-২১ সালের মধ্যে এটি ১৫ শতাংশে নেমে আসে। বিশেষ করে গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার উল্লেখযোগ্য হারে কমেছে। দারিদ্রতা থেকে সবচেয়ে বেশি মুক্তি পেয়েছেন উত্তরপ্রদেশের মানুষ। এরপর যথাক্রমে রয়েছে বিহার ও মধ্যপ্রদেশ।

জাতিসংঘের বহুমাত্রিক দারিদ্রতা সূচক প্রয়োগ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দারিদ্রতা নির্ণয়ে অপুষ্টি, শিক্ষা এবং স্যানিটেশনসহ মোট ১২টি বিষয় বিবেচনা করা হয়। যদি কেউ এই তিনটি বা তারও বেশি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে তাকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ সুমন বেরি বলেন, পুষ্টি ও শিক্ষার উন্নতি, স্যানিটেশন এবং ভোজ্যতেল দারিদ্রতা কমাতে বড় ভূমিকা রেখেছে।

এদিকে গত সপ্তাহে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও ভারতে দরিদ্রতা হার কমার বিষয়টি ওঠে আসে। ইউএনডিপির হিসাব অনুযায়ী, ২০২১ সালে ভারতে দারিদ্র সীমায় বাস করা মানুষের সংখ্যা ১৬ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। ২০০৫ সালে যা ৫৫ শতাংশ ছিল। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ভারতে মসজিদের সমীক্ষা ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৩
জয়সাওয়ালের পর কোহলির সেঞ্চুরি, চালকের আসনে ভারত
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ