• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

গ্রিসে ভয়াবহ রূপ নিচ্ছে দাবানল, পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২৩, ০৯:৫৭
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাতাসের কারণে ভয়াবহ রূপ নিয়েছে গ্রিসের রোডস দ্বীপের দাবানল। অধিকাংশ জায়গায় দাবানল ছড়িয়ে পড়ায় পালাচ্ছে মানুষ। বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পর্যটক ও স্থানীয়দের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত অন্তত চার হাজারের অধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের আঁচ থেকে বাঁচতে অনেকেই সমুদ্রের ধারে আশ্রয় নিচ্ছেন।

দাবানলের আগুন নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টারসহ ১৭৩ জন দমকলকর্মী কাজ করছে। তবে, দেশটির ফায়ার সার্ভিস বলছে, তীব্র বাতাসের মধ্যে দাবানল নিয়ন্ত্রণ সবচেয়ে কঠিন কাজ। তার মধ্যে আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন।

এদিকে, তাপ বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্ক করছে গ্রিস সরকার। এ অবস্থায় লোকদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি পর্যটনগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে গ্রিসের আবহাওয়া বিভাগ। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ কোটি টাকা মূল্যের ‘তিমির বমি’সহ গ্রেপ্তার ১
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, সাত দিনে ২৫ মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের একাংশ
একজনের ভুলে ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া