যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য সোমবার বিস্তৃত একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস, যেখানে তিনি বড় করপোরেশনগুলোর ওপর বেশিরভাগ ক্ষোভ তুলে ধরেছেন। তিনি একটি সাংবিধানিক সংশোধনীর ইঙ্গিত দিয়েছেন, যাতে কোভিড-১৯ এর মত মহামারী বিস্তার ঠেকাতে জারি করা অর্থনৈতিক ও সামাজিক লকডাউন চিরতরে নিষিদ্ধ করা হবে।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারে এক অনুষ্ঠানের প্রশ্ন-উত্তর পর্বে রন দেসান্তিস বলেন, আমি মনে করি দিন শেষে যা ঘটেছে…পঞ্চাশতম সংশোধনীতে ইতোমধ্যেই সংবিধান লঙ্ঘন হয়েছে। কারণ আপনি যদি কারও সম্পত্তি দখল করেন, তবে আপনাকে শুধু ক্ষতিপূরণ দিতে হবে।
কোভিড মহামারীর সময়ে লকডাউন উপেক্ষার পাশাপাশি কোভিড টিকা ও মাস্ক পরার বাধ্যবাধকতাকে উপেক্ষা করে আলোচিত ছিলেন ৪৪ বছর বয়সী এই রাজনীতিক।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কথিত করোনা ভাইরাসের প্রতিরোধে জারি করা লকডাউন পরিহার করে কোনো সংশোধনী তিনি সমর্থন করবেন কিনা।
জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট হলে…আমরা সেসব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি, যারা ওই নীতিগুলো করেছে; যাতে এমনটি (লকডাউন) আর কখনও না ঘটে।
রচেস্টারে ইভেন্ট চলাকালীন দেসান্তিস ‘কর্পোরেটিজম’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, কারণ তিনি মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছিলেন।
২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান এই প্রার্থী বলেন, আমাদের এমন নীতি থাকতে পারে না, যা ওয়াল স্ট্রিটের সবচেয়ে বড় করপোরেশনের সঙ্গে মস্করা করে।