ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ধূমপায়ীদের চেয়ে বেশি ছুটি পাবে অধূমপায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ , ০৮:৫৪ পিএম


loading/img

ধূমপায়ীদের চেয়ে অধূমপায়ীদের বেশি ছুটি দেবে জাপানের একটি কোম্পানি, নাম ‘পিআইএএলএ ইনক’। বছর শেষে অতিরিক্ত ছয়দিন ছুটি পাবেন তারা। সিগারেট বাবদ যে সময় ব্যয় হয়, অধূমপায়ীদের ক্ষেত্রে তা পুষিয়ে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

অধূমপায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গত সেপ্টেম্বর সিদ্ধান্তটি কার্যকর করেছে ওই কোম্পানি। তাদের অভিযোগ, তারা ধূমপায়ীদের চেয়ে বেশি কাজ করেন।

কোম্পানির মুখপাত্র হিরোতাকা মাতসুশিমা বলেন, এ বছরের শুরুর দিকে এক অধূমপায়ী কর্মী কোম্পানির পরামর্শ বক্সে রাখা বার্তায় বলেন যে, ধূমপানে ব্যয় হওয়া সময় নিয়ে বেশ সমস্যা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

মাতসুশিমা বলেন, ওই পরামর্শের প্রেক্ষিতে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তাকা অসুকা অধূমপায়ীদের জন্য বছর শেষে অতিরিক্ত ছয়দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি ধূমপান ছাড়তে অনেক সহায়ক হবে বলেও আশা করছেন তিনি।

বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে টোকিও ভিত্তিক কোম্পানিটি। এখন কেউ সিগারেটের জন্য ১৫ মিনিটের বেশি সময় পায় না।

সম্প্রতি জাপানে ধূমপায়ীর সংখ্যা কমাতে বেশ কঠোর ধূমপান বিরোধী বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়া রাষ্ট্রগুলোর তালিকায় নিচের দিকেই অবস্থান জাপানের।

বিজ্ঞাপন

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |