ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কানাডায় ফোনে ভারতীয়দের কাছে ‘চাঁদা দাবি’

আরটিভি নিউজ

শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪ , ০৯:০৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কানাডায় অবস্থানরত ভারতীয় কমিউনিটির লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করে ফোনে বিভিন্ন রকমের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ করছে ভারত সরকার। 

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাইসওয়াল।

এক ব্রিফিংয়ে বলেন, ‘লোকজন মোবাইল ফোনকলে হুমকি পাচ্ছেন, বিশেষ করে ভারতীয়রা। এটি গুরুতর উদ্বেগের বিষয়। আমাদের (ভারত-কানাডা) কিছু বিষয় নিয়ে আলোচনার আছে। একটি মন্দিরে আক্রমণ চালানো হয়েছে। কানাডার পুলিশ তদন্তে একজনকে শনাক্ত করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে। এক বিবৃতিতে ওই ব্যক্তিকে তারা ‘নির্দোষ’ বলে জানিয়েছে। ফলে এই ইস্যুগুলো আছে...।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে এটাই জাইসওয়ালের প্রথম সংবাদ সম্মেলন। গত দুই মাস ধরে কানাডার ব্রিটিশ-কলাম্বিয়ায় ভারতীয় কমিউনিটির সদস্যদের কাছে চাঁদা চেয়ে বিভিন্ন হুমকি দেওয়া নিয়ে এ উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

ইন্দো-কানাডিয়ান লোকজনের কাছ থেকে চাঁদা দাবির বিষয়টি তদন্ত করতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কানাডা। ওই বিষয়ে এক সঙ্গে নয়টি অভিযোগের তদন্ত করছে তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |